দ. আফ্রিকার ৩৭৯ রানের লিড

দ. আফ্রিকার ৩৭৯ রানের লিড

শেয়ার করুন

268659এটিএন টাইমস ডেস্ক :

পচেফস্ট্রুম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। লাঞ্জ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৩ রান। ইতোমধ্যে লিড তাদের লিড হয়েছে ৩৭৯ রানের।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ২৩০ রানের লিড নিয়ে ছিলো দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৫৪ রানে আজ দিন শুরু করেছেন হাশিম আমলা এবং বাভুমা। তবে মুস্তাফিজের কাছে ব্যক্তিগত ২৮ রানে ধরা পড়েন আমলা। এরপর চতুর্থ উইকেটে বাভুরা ও ডুপ্লেসিস শতরান যোগ করে লিডের অংকটা বড় করেন। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি।

ডুপ্লেসিস ৭৭ এবং বাভুরা ৬৪ রানে অপরাজিত আছেন।

এর আগে ৩ উইকেটে ১২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ অলআউট হয় ৩২০ রানে। মুমিনুল ৭৭,  মাহমুদুল্লাহ ৬৬, মুশফিক ৪৪ এবং তামিম করেন ৩৯ রান। বাঁ-হাতি স্পিনার মহারাজ ৩টি এবং মরকেল ও রাবাদা নেন ২টি করে উইকেট। ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ-আফ্রিকা।