দ্বিতীয় ওয়ানডেতে বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি শ্রীলঙ্কা

দ্বিতীয় ওয়ানডেতে বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি শ্রীলঙ্কা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায়।

পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে মাত্র ১৮১ রানে গুটিয়ে যায় লংকান ইনিংস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় চিন্তিত লংকান শিবির।

তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাড়াতে চায তারা। সেজন্য ব্যাটস্যমানদের পাশাপাশি বোলারদের বল হাতে নিজেদের সেরাটা দিতে হবে। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর স্বভাবতই খানিকটা হালকা মেজাজেই রয়েছে প্রোটিয়ারা। তবে সিরিজ জিততে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। তাই ডারবানে দলে কোনো পরিবর্তন নেই দক্ষিণ আফ্রিকার। ডি ভিলিয়ার্সের অধিনায়কত্বে পুরনো স্কোয়াড নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।