নিজ মাটিতে অস্ট্রেলিয়ার ইনিংস ব্যবধানে হারের লজ্জা

নিজ মাটিতে অস্ট্রেলিয়ার ইনিংস ব্যবধানে হারের লজ্জা

শেয়ার করুন

255034

নিজস্ব প্রতিবেদক :

এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী অস্ট্রেলিয়া একের পর এক হারের লজ্জায় পরে তলানিতে গিয়ে ঠেকেছে। দক্ষিণ আফ্রিকা গিয়ে স্বাগতিকদের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হবার এর এবার দেশের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ হবার পথে। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানের হারের লজ্জায় পড়তে হয়েছে অজিদের। পুরো ম্যাচের দক্ষিণ আফ্রিকার সামনে দাড়াতেই পারেনি পন্টিং-স্টিভ ওয়াহদের উত্তরসূরিরা। প্রথম ইনিংসে ৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে থামে অজিদের দ্বিতীয় ইনিংস।HOBART, AUSTRALIA - NOVEMBER 15: Kyle Abbott of South Africa celebrates after taking the wicket of Adam Voges of Australia during day four of the Second Test match between Australia and South Africa at Blundstone Arena on November 15, 2016 in Hobart, Australia. (Photo by Robert Prezioso - CA/Cricket Australia/Getty Images)

এর ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৮০ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এতে ২-০ তে সিরিজ নিশ্চিত করে অসিদের হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলার পথে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩২৬ রান।

আগের দিনের ২ উইকেটে ১২১ রান নিয়ে সকালে ব্যাট করতের নামে অস্ট্রেলিয়ার দুই ব্রাটসম্যান উসমান খাজা ও স্টিভেন স্মিথ। নিজেদের ও দলের স্কোর খুব বেশি দুর টেনে নিতে পারেন নি এ দুই ব্যাটসম্যান। দলীয় ১২৯ রানে খাজা ফিরলে অজিদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। খাজা করেন ৬৪ রান। এরপর অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ব্যক্তিগত ৩১ রানে আউট হন। তখন দলের সংগ্রহ ১৫১। এরপর আর কেউ ক্রিজে দাড়াতে না পারলে জয় নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। ৩২ রানের মধ্যে অস্ট্রেলিয়া তাদের শেষ ৮ উইকেট হারায়।255029আর অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামান দুই পেসার অ্যাবোট আর রাবাতা। ম্যাচ সেরা কেইল অ্যাবট নেন ৬ উইকেট আর বাকী চারটি নেন রাবাদা। তারা বুঝতেই দেননি দল থেকে ছিটকে গেছেন তাদের সেরা বোলার ডেল স্টেইন।

দলের সেরা দুই তারকা এবি ডি ভিলিয়ার্স আর ডেল স্টেইনকে ছাড়াই অস্ট্রেলিয়াকে যেভাবে ধসিয়ে দিল দক্ষিণ আফ্রিকা তাদের অস্ট্রেলিয়ার বর্তমান দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে।