দুই সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

দুই সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

শেয়ার করুন

India's captain Virat Kohli (R) shares a light moment with teammate Murali Vijay as they walk back to the pavilion at the tea interval during the first day of the Test cricket match between India and Bangladesh at The Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad on February 9, 2017. ---------IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP PHOTO / NOAH SEELAM / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

এটিএন টাইমস ডেস্ক:

বিরাট কোহলি ও মুরলি বিজয়ের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ভাল অবস্থানে ভারত। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৬ রান। ১১১ রানে উইকেটে আছেন কোহলি। ৪৫ রানে সঙ্গে আছেন অজিঙ্ক রাহানে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২ রানে পেসার তাসকিন আহমেদের শিকার হন লোকেশ রাহুল। এই প্রাথমিক বিপর্যয় সামাল দেন চেতেশ্বর পূজারা ও মুরলি বিজয়।

দুজনে স্বাচ্ছন্দে খেলে ইনিংসকে বড় করতে থাকেন। তবে দলীয় ১৭৮ রানে বাংলাদেশের পক্ষে ব্রেক থ্রু এনে দেন মেহেদী মিরাজ। ব্যক্তিগত ৮৩ রানে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পূজারা।

একপ্রান্ত আগলে রাখা বিজয় ক্যারিয়ারে তুলে নেন নবম সেঞ্চরি। তিনি আউট হন ১০৮ রানে। এরপর নিরাপদে দিন শেষ করেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে । কোহলি তুলে নেন ক্যারিয়ারে ষোলোতম সেঞ্চুরি।