তৃতীয় দিন শেষে ৩৭২ রানের লিড আফগানদের

তৃতীয় দিন শেষে ৩৭২ রানের লিড আফগানদের

শেয়ার করুন

294522
স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও আধিপত্য ধরে রেখেছে আফগানিস্তান। দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ৩৭২ রানে এগিয়ে তারা। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত দিনের ১ ওভার আগে বন্ধ হয়ে যায় খেলা। সেখানে দ্বিতীয় ইনিংসে আফগানদের সংগ্রহ  ৮ উইকেটে ২৩৭ রান। চতুর্থ দিনের খেলা শুরু হবে ২০ মিনিট এগিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে।

সাগরিকায় পিচের চরিত্র খুব একটা পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে দুই দলের স্পিনারদের চরিত্র। রিস্ট স্পিনার আর ফিঙ্গার স্পিনারদের লড়াই বেশ এগিয়ে রিস্ট স্পিনাররা। বাংলাদেশকে যেখানে উইকেট পেতে সংগ্রাম করতে হচ্ছে। সেখানে আফগানদের রিস্ট স্পিনাররা একের পর এক উইকেট তুলে নিচ্ছেন। অভিজ্ঞতায়  টাইগাররা এগিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রন এখন প্রতিপক্ষের হাতে।

১৩৭ রানে এগিয়ে দ্বিতীয় দিন থেকে ব্যাট করতে নেমে আফগানদের শুরুতে কিছুটা নড়বড়ে। দলীয় ২৮ রানে প্রতিপক্ষের তিন উইকেট তুলে নেন টাইগাররা।

এরপর খোলস থেকে বেড়িয়ে এসে ম্যাচে আধিপত্য পোশাকে নবাগত আফগানদের। টতুর্থ উইকেট জুটিতে তারা তোলে ১০৮ রান। আজগরকে ব্যাক্তিগত ৫০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন তাইজুল।

সময় উপযোগী ইনিংস খেলে নিজের নামের পাশে ৮৭ রান রেখে আউট হন ইব্রাহিম। তাইজুলের বলে পরাস্ত হওয়ার আগে আজগরের ব্যাট থেকে আসে ৫০ রান। সাকিব তিন, তাইজুল ও নাইম নেন ২টি করে উইকেট। রশিদ, কায়েসরা ফিরে গেলেও ৩৪ রানে অপরাজিত রয়েছেন আফসার।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে আর ১১ রান যোগ করে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। একপ্রান্ত আগলে রেখে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের দেখা পান আফগান অধিনায়ক রশিদ খান। ক্যারিয়ারের শেষ টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট তুলে নেন নবী।