ঢাকা টেস্টে সেশন বাই সেশন খেলতে চায় বাংলাদেশ

ঢাকা টেস্টে সেশন বাই সেশন খেলতে চায় বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh's Mominul Haque plays a shot during day one of the first Test cricket match match between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on January 12, 2017.  / AFP / Marty Melville        (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)
স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রাম টেস্টের জয়ের রোমাঞ্চ আপাতত দুরে রেখে  ঢাকা টেস্টে সেশন বাই সেশন খেলতে চায় বাংলাদেশ জানিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। আর এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চায় ওয়েস্ট ইন্ডিজ বলেন বাহাঁতি স্পিনার জোমেল ওয়ারিকেন।

জিম্বাবুয়ে ছাড়া আর কোন দলের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নেয় বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘোচানোর সমানে দাড়িঁয়ে টাইগাররা। লক্ষ্যে আবিচল ফর্মের তুঙ্গে থাকা মুমিনুল। এই ম্যাচ জিতেই দেখিয়ে দিতে চায় তারা। প্রতিপক্ষকে করতে চায় হোয়াইটওয়াশ।

ইনজুরির কারণে টাইগার দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। আর ইনডোরে অনুশীলনের সময় ডান হাতের আঙ্গুলে চোট পেযেছেন মুশফিকুর রহিম। এক্সরে রির্পোটে আঙ্গুলে কোন চিড় ধরা পরেনি মুশির। সে এই টেস্টে মুশফিকের সার্ভিস পাবে দল বলেন বাংলার ব্যাডম্যান।

ঢাকা টেস্টেই বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রযেছে মুমিনুলের। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই এ বছরে সর্বোচ্চ ৫টি শতকের রেকর্ড গড়বেন তিনি। আপাতত ভাবতে চান না সেটা নিয়ে।

অন্যদিকে, মিরপুরের একাডেমি মাঠে কঠোর পরিশ্রম করতে দেখা যায় উইন্ডিজ শিবের। নেটে র্দীঘ সময় স্পিনারদের বিপক্ষে খেলেন ক্যারিবিয় ব্যাটসম্যানরা। দেখেই বোঝা যায় স্বাগতিক দলের স্পিনারদের নিয়ে কতটা সিরিয়াস তারা।

ওয়েস্ট ইন্ডিজের বাহাঁতি স্পিনার জোমেল ওয়ারিকেন বলেন, ‘আমাদের এখনো সুযোগ রয়েছে সিরিজে সমতায় ফেরার। ঢাকা টেস্টে আমাদের সেরাটায় খেলতে হবে। কঠিন কাজটি হলে আমাদের সামথ্র্য আছে সমতায় ফেরার। শেনন গ্রাবরিয়াল না থাকায় আমাদের জন্য কাজটি কঠিন হবে। তবে, অন্য পেসাররা সেই ঘারতি পুশিয়ে দিবে বিশ্বাস আছে আমাদের।’

মিরপুরে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমখি দুদল। খেলটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।