ডেনমার্ককে টাইব্রেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

ডেনমার্ককে টাইব্রেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

শেয়ার করুন

_102284734_jorgensen-gettyস্পোর্টস ডেস্ক :

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া। ডেনমার্ককে টাইব্রেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েটরা।

লুকা মদরিচ নয় নায়কের খাতায় নাম তুলতে পারতেন ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্নেইচেলও। গোল বলের গোল, এ নিয়েই হইচই, কেনইবা হবে না। এখানেই তো লুকিয়ে ফুটবলের নান্দনিকতা। নির্ধারিত ৯০ মিনিট, এরপর ৩০ মিনিটের নাটক শেষে টাইব্রেক, কি না ছিল ক্রোয়েশিয়া বনাম ডেনমার্কের ম্যাচে।

নভগোরাদে মুখোমুখি ডেনমার্ক-ক্রোয়েশিয়া। কিক অফের বাশি বাজালেন রেফারি। প্রথম মিনিট, প্রথম এ্যাটাক, প্রথম গোল ডেনমাকের। মাথিয়াস জার্গেনসনের আলতো শট প্রতিপক্ষের গোলরক্ষকের পায়ে লেগে সরাসরি জালে।

এখন পর্যন্ত এবারের আসরের দ্রুততম গোলও এটি। এগিয়ে যাওয়ার উচ্ছাস তখনও চলছে ডেনিশ শিবিরে। তাদের সেই উচ্ছাসে হঠাৰ হ্যারিকেনের আঘাত। ম্যাচের চতুর্থ মিনিট, প্রতিঘাতে ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানালেন মারিও মানজুকিচ। সমতায় ফিরলো ক্রোয়েটরা।

বল জালের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় সমতায় থেকে। দ্বিতীয়ার্ধে গোলের চেস্টা খুব একটা করেনি দু’দল।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে পেনাল্টি, শট নিতে প্রস্তুত ক্রোয়েশিয়ার অধিনাযক লুকা মদুরিচ। গোলপোস্টের নিচে ঠায় দাড়িয়ে ডেনিশ গোলরক্ষক ক্যাসপার। মদরিচ শট নিলেন কিন্তু না জালে নয়, সোজা ক্যাসপারের হাতে বল।

তাই টাইব্রেক, তবে নাটকীয়তার শেষ নেই। প্রথম শট নেন ডেনমার্কের এরিকসন, ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোল রক্ষক ড্যানিয়েল সুবাসিচ।

ক্রোয়েটদের নেয়া ঠিক পরের শটটি একইভাবে  ঠেকিয়ে দেন ডেনিস গোলক্ষক ক্যাসপার। শেস পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া।