টসে হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

টসে হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

শেয়ার করুন

_ad71e9a8-4e85-11e7-81ca-1a4d4992589dস্পোর্টস ডেস্ক :

গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এই দু দলের ম্যাচ রুপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। ভারতীয় একাদেশে টূর্নামেন্টে প্রথমবারের মত আছেন অশ্বিন। বাদ পড়েছেন যাদব।

জিতলেই সেমির টিকিট। তবে হারলে সুযোগ নেই। বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত এমন কঠিন সমীকরনের মুখোমুখি হয়েছে অপ্রত্যাশিতভাবে শ্রীলংকার বিপক্ষে হেরে।LONDON, ENGLAND - JUNE 11:  Hashim Amla of South Africa in action during the ICC Champions Trophy Group B match between India and South Africa at The Kia Oval on June 11, 2017 in London, England.  (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

LONDON, ENGLAND – JUNE 11: Hashim Amla of South Africa in action during the ICC Champions Trophy Group B match between India and South Africa at The Kia Oval on June 11, 2017 in London, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

ভারতের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে রোহিত-ধাওয়ান-কোহলি-যুবরাজ কিংবা ধোনি, সবার ব্যাটেই রান আসছে। যদিও শেষ ম্যাচে বোলাররা ছন্দে না থাকায় লংকানদের আটকাতে পারেনি ভারত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পরিসংখ্যানে অনেক পিছিয়ে ভারত। তবে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে সাম্প্রতিক ফর্ম আর ব্যাটসম্যানদের রানে থাকা।

এদিকে, দক্ষিণ আফ্রিকার অবস্থাও একই রকম। ভারত যে  শ্রীলংকার কাছে হেরেছে, সেই শ্রীলংকাকেই নিজেদের প্রথম ম্যাচে সহজে হারায় প্রোটিয়ারা। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে হেরে বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

আইসিসির যে কোন টুর্নামেন্টে কঠিণ পরিসংখ্যান কখনোই পার করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অতীত ইতিহাস অন্তত তাই বলে। সেই সঙ্গে প্রোটিয়াদের দু:চিন্তার কারণ হিসিবে যোগ হয়েছে ডি ভিলিয়ার্সের রান খরা।

দু দলে ৭৬ বারের লড়াইয়ে ভারতের জয় ২৮ ম্যাচে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪৫ ম্যাচে। বাকি ৩ ম্যাচে কোন ফলাফল হয়নি। এই পরিসংখ্যান কছিুটা হলেও, প্রোটিয়াদের মানষিকভাবে এগিয়ে রাখবে।