টসে হেরে ব্যাট করছে পাকিস্তান

টসে হেরে ব্যাট করছে পাকিস্তান

শেয়ার করুন

previews-icc-champions-trophy-final_f5e5513e-53da-11e7-88ef-5a5d74cf2589এটিএন টাইমস ডেস্ক :

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের ফাইনালে টসে জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। ভারত অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান দলে ফিরেছেন মোহম্মদ আমির।

ইংল্যান্ডের অন্যতম ক্রিকেট তীর্থ ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।

টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন পাকিস্তানের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান আজহার আলী এবং ফখর জামাল। এরপর ‍দুই ব্যাটসম্যান দলের রানের চাকা আগাতে থাকেন।

বুমরার বলে একবার আউট হয়েও বেঁচে যান। পরে দেখা যায় নো বল। দুজনে মিলে গড়ে তোলেন শতরানের পার্টনারশিপ। পর পর দুই বলে নিজেদের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন আজহার আর ফখর।

ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই স্নায়ুক্ষয়ী উত্তেজনা। চিরবৈরী দুই দেশের সীমানা ছাড়িয়ে যা আচ্ছন্ন করে ফেলে গোটা ক্রিকেট বিশ্বকে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এজবাস্টনে সেদিন পাকিস্তানকে দুমড়ে-মুচড়ে দেয়া ভারত ফাইনালেও ফেভারিটের তকমা নিয়েই নামবে। তবে পাকিস্তানকেও খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ম্যাচে ১২৪ রানের সেই প্রতিরোধহীন হারের পর সবাইকে ভুল প্রমাণ করে, সব হিসাব উল্টে দিয়ে অভাবনীয়ভাবে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে এসেছে পাকিস্তান।