জয়ের জন্য পঞ্চম দিনে শ্রীলঙ্কার দরকার ২৭৭ রান

জয়ের জন্য পঞ্চম দিনে শ্রীলঙ্কার দরকার ২৭৭ রান

শেয়ার করুন

Kusal Mendis (L) of Sri Lanka hits 4 during day 4 of the 1st Test between West Indies and Sri Lanka at Queen's Park Oval, Port of Spain, Trinidad, on June 9, 2018.18. (Photo by Randy Brooks / AFP)        (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম টেস্টের চর্তুথদিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন আরো ২৭৭ রান। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ৭ উইকেট। ৩ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শেষ করে লঙ্কানরা।

৪ উইকেটে ১৩১ রান নিয়ে চর্তুথ দিন শুরু করে ক্যারিবিয়রা। স্কোরবোর্ডে ১৪৯ রান উঠতেই ফিরে যান ব্যাক্তিগত ১৩ রান করা শেন ডরিস। এরপর দলীয় ১৯১ রানে সাজঘরে ফেরেন কাইরেন পাওয়েল। তার ব্যাট থেকে আসে ৮৮রান। অধিনায়ক জেসন হোল্ডার প্যাভেলিয়নে ফেরেন ব্যাক্তিগত ৩৯ রান করে। দলীয় সংগ্রহ তখন ২০৩ রান।

৭ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। লাহারু কুমারা নেন ৩ উইকেট।
জয়ের জন্য ৪৫৩ রানের বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নেমে, দলের রান ২১ উঠতেই আউট হন কুশল পেরেরা। এরপর ৪৯ রানে ব্যাক্তিগত ১৫ করে আহত হয়ে মাঠ ছাড়েন ১৫ রান করা চান্দিমাল। ৩ উইকটে ১৭৬ রানে দিন শেষ করে সফরকারীর। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ৯৪ রানে।