জঙ্গি হামলার হুমকিতে কড়া নিরাপত্তায় রাশিয়ায় মেসিরা

জঙ্গি হামলার হুমকিতে কড়া নিরাপত্তায় রাশিয়ায় মেসিরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

আগামী ১১ নভেম্বর মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের মতো বাড়তি নিরাপত্তা থাকছে এই ম্যাচে।

ম্যাচ খেলতে এরই মধ্যে মস্কো পৌঁছে গিয়েছেন সাম্পাওলির শিষ্যরা। এদিন মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও অনুশীলন করেন তাঁরা। তবে প্রবল ঠান্ডাতেও খোশমেজাজে আছে আর্জেন্টিনার ফুটবলাররা। কিন্তু বাড়তি চাপে আছে রাশিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

কেননা কিছুদিন আগেই রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। মেসি ও নেইমারের ছবিও তারা ব্যবহার করেছে ঐ হুমকি বার্তায়।

এছাড়া রাশিয়া বিশ্বকাপের লোগোর সামনে আগ্নেয়াস্ত্র হাতে এক জঙ্গির ছবিও পোস্ট করেছে তারা। এই ঘটনার পরেই  নড়েচড়ে বসেন রাশিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা। তাই বিশ্বকাপের মতোই নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে ১১ নভেম্বরের ম্যাচে।