চিন্তিত নন আর্জেন্টিনার কোচ

চিন্তিত নন আর্জেন্টিনার কোচ

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক :

বাছাইপর্ব পেরিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও, ভাবছেন না আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসা। তার বিশ্বাস, সামর্থ্যের সেরাটা খেলেই বাছাইপর্বের বাধা ডিঙাবে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশ সময় বুধবার সকালে নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কোচ এদগার্দো বাউসার। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারে আর্জেন্টিনা।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।

বাছাইয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকায় সমালোচনা শুরু হওয়াটা স্বাভাবিক, তবে দু:সময়ে সমর্থকদের পাশে থাকতে বললেন এদগার্দো।