গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে ব্রাজিল

শেয়ার করুন

merlin_140397342_ac77ce00-6c31-47a8-a983-650ed79809e6-master768
স্পোর্টস ডেস্ক :

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রূফ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। নক-আউট পর্বে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। অন্য ম্যাচে কোস্টারিকার সাথে ২-২ গোলে ড্র করে রানার্স আপ সুইজারল্যান্ড। তাদের প্রতিপক্ষ সুইডেন।

সেইন্ট পিটার্সবার্গের পর মস্কোর স্পার্তাক। জাগো বনিতোয় মাতলেন নেইমাররা, মাতালেন সাম্বার সমর্থকদের। ড্র করলেই দ্বিতীয় রাউন্ড। এমন সমীকরনে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল, অন্যদিকে সার্বিয়ার প্রয়োজন জয়।

শুরু থেকেই ব্রাজিলের শরিরী ভাষা বলছিল জয় নিয়েই তারা মাঠ ছাড়বে। সুযোগ চলে আসে ২৫ মিনিটে। যদিও এ যাত্রায় গোল করতে ব্যর্থ হন নেইমার।

২৯ মিনিট ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস তৈরি করেন গোলের সুবর্ণ সুযোগ। যদিও প্রতিপক্ষের রক্ষণের দক্ষতায় এবারও হাতশ হতে হয় সেলেসাও সমর্থকদের।

৩৬তম মিনিটে সার্বিয়ার একটি আক্রমণ রুখে দিয়ে নিজেদের ডিফেন্সিভ থার্ড থেকে লম্বা ক্রস দেন কৌতিনহো। দৌড়ে এসে বলে আলতো টোকা লাগিয়ে দলকে উৎসবে মাতান বার্সেলোনা মিডফিল্ডা পওলিয়ো।

৪০ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল সার্বিয়া। কিন্তু দুজান তাদিকের শট ডান কর্নারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

৬১ মিনিটে সব চেয়ে বড় সুযোগ সুযোগ তৈরি করে সার্বিয়া। যদিও এলজাজিকের বিপজ্জনক ক্রস দক্ষতায় প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন।

৮৬ মিনিটে আসে ম্যাচের শেষ গোল।  কর্ণার কিক নেন নেইমার। অসাধারণ হেডে বল জালে পাঠান থিয়াগো সিলভা। এজয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড।