ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ট্রেনার

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ট্রেনার

শেয়ার করুন

ALM_4045-1024x750
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশি ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন হয়েছে বলে মনে মনে করেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ান। এদিকে,  প্রধান কোচ না থাকলেও তার কোন ঘাটতি প্রাকটিসে থাকছে না বলেও মত তার।

জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আর সে কারণে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। প্রথমদিনে অনুষ্ঠিত হয়েছে বিফ টেস্ট। সেখানে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। সাকিব, মুস্তাফিজ ছাড়া উপস্থিত ছিলেন দলের সবাই। এই বিষয় নিয়ে কথা বলেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

বলেন, ‘আমাদের আজকের কাযক্রম জিম, ফিটনেস ট্রেনিং এবং রানিংয়ে মধ্যে সিমাবদ্ধ ছিল।  খেলোয়াড়রা দীর্ঘদিন পর ক্যাম্পে যোগ দিয়েছে। আমি তাদের পারফরমেন্স দেখে সন্তুষ্ট। তামিম ছাড়া মুশফিক,রিয়াদ মিরাজ এবং তাসকিনরা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে’

এদিকে, বাংলাদেশী ক্রিকেটাররা ফিটনেসে অনেক মনোযোগী হয়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক, বললেন ট্রেনার।
বলেন, ‘আমাদের ক্রিকেটাররা ফিটনেসে অনেক মনোযোগী হয়েছে। সিনিয়রদের দলের প্রতি দায়িত্ব বেড়েছে। আর জুনিয়ররা সিনিয়রদের দেখে শিখছে। এটা অনেক বড় একটি বিষয়। এর ফল ভবিষ্যতে আসবে’।

সোমবার ক্রিকেটারদের একদিনের ছুটি। এর একদিন পর অর্থাৎ মঙ্গলবার সকালে আবারো অনুশীলন ফিরবেন মাশরাফী, মুশফিক, রিয়াদরা।