কোহলির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার সুযোগ নেই

কোহলির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার সুযোগ নেই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসিসের পর এবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে বল বিকৃত করার অভিযোগ উঠেছে। এক ব্রিটিশ ট্যাবলয়েড ভিডিও ফুটেজ তুলে দিয়ে এমন অভিযোগ করেছে।

যা সেদেশকে ছাপিয়ে এখন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বিভিন্ন সমালোচনার তীর ছুড়ে দিচ্ছেন কোহলির উদ্দেশ্যে। অভিযোগ অনুযায়ী রাজকোটে প্রথম টেস্টে বল বিকৃত করেছিলেন ভারতীয় অধিনায়ক। এরই প্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করেছেন আব্দুল কাদির-হারুন রশিদের মতো পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা।

পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিরই দাবি করেছেন তারা। তবে আইসিসি-র নিয়ম অনুযায়ী রাজকোট টেস্ট শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে কোন অভিযোগ জমা না পড়ায় বিষয়টি খতিয়ে দেখবেনা আইসিসি। কেননা সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শাস্তিরও কোন প্রশ্ন থাকছে না কোহলির বিরুদ্ধে।