ওয়েস্ট ব্রমকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে লিভারপুল

ওয়েস্ট ব্রমকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে লিভারপুল

শেয়ার করুন

skysports-philippe-coutinho-liverpool-sunderland_3814589

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই পয়েন্ট টেবিলে আর্সেনালের পাশ বসেছে লিভারপুল। শনিবার রাতে ওয়েস্ট ব্রমউইচকে ২-১ গোলে হারিয়েছে তারা।

নিজেদের মাঠ অ্যান্ডফিল্ডে ম্যাচের ২০ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিরমিনোর ক্রস থেকে প্রতিপক্ষের গোলরক্ষক বেন ফস্তারকে পরাস্ত করেন সাদিও। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে লিভাপুল। এবার সাদিও মানের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় লিভারপুল। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নস্ট করেন কৌতিনিয়ো। ৮১তম মিনিটে ব্যবধান কমায় ওয়েস্টব্রুম। কর্নার থেকে গোল করেন গ্যারেথ ম্যাকলি। এই জয়ে ৯ ম্যাচে ২০ পযেন্ট নিযে আর্সেনালের একধাপ পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিভারপুল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের এক নম্বরে অবস্থান করছে আর্সেনাল। তবে আর্সেনাল ও লিভারপুল এক ম্যাচ করে বেশী খেলেছে। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যান সিটি।