ওয়াসিমকে টপকে গেলেন স্টেইন

ওয়াসিমকে টপকে গেলেন স্টেইন

শেয়ার করুন

South Africa's bowler Dale Steyn, gestures after dismissing New Zealand's Martin Guptill, for a duck on the fourth day of their second cricket test match at Centurion Park in Pretoria, South Africa, Tuesday, Aug. 30, 2016. (AP Photo/Themba Hadebe)

নিজস্ব প্রতিবেদক :

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ওয়াসিম আকরামকে টপকে গেছেন ডেল স্টেইন। সেঞ্চুরিয়ন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট নিয়ে এই কৃর্ত্তী গড়েন স্টেইন। তার অবস্থান ১১ নম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেটে নেন স্টেইন। তবে, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সুইংয়ের রাজা ওয়াসিক আকরামের ১০৪ টেস্টে ৪১৪ উইকেটের কৃতিত্বকে ছাড়িয়ে যান স্টেইন। ৮৪  টেস্টে খেলা স্টেইনের উইকেটসংখ্যা এখন ৪১৬টি।

টেস্ট ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে স্টেইনের চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র ৬ জনের। পেসার ও স্পিনার মিলিয়ে সংখ্যাটা ১০।

এদিকে, আর মাত্র ৬ উইকেট পেলেই দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন স্টেইন। ১০৮ ম্যাচে ৪২১ উইকেট নিয়ে রেকর্ডটি দখলে রেখেছেন সাবেক অধিনায়ক শন পোলক।