এশিয়ান গেমস ক্রিকেটে অনূর্ধ্ব-২৩ দল

এশিয়ান গেমস ক্রিকেটে অনূর্ধ্ব-২৩ দল

শেয়ার করুন

Sports

ক্রীড়া ডেস্ক।।

এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয় ২০১০ সালে। প্রথম অংশগ্রহণেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এশিয়ান গেমসে পাওয়া প্রথম স্বর্ণপদকও সেটি।

গুয়াংজুর পর ইনচন এশিয়ান গেমসেও ছিল ক্রিকেট। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেবার তৃতীয় হয় বাংলাদেশ।

পুরো জাতীয় দল নিয়ে খেলেও ফাইনালে উন্নীত হতে পারেনি টাইগাররা। বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে লটারিতে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

২০১৪ সালে জাকার্তা গেমস থেকে বাদ দেওয়া হয় ক্রিকেট। এবার চীনে গেমস ফেরার সঙ্গে ক্রিকেটও ফিরছে।

তবে এবার জাতীয় দলের জায়গায় খেলবে অনূর্ধ্ব-২৩। ছেলেদের ক্রিকেটে ইমার্জিং দল খেললেও নারী বিভাগে থাকছে জাতীয় দল। ১০ থেকে ২৫ সেপ্টেম্বর ১৯তম এশিয়ান গেমটি হবে চীনের হ্যাংঝো প্রদেশে। ক্রিকেট ইভেন্ট শুরু হবে নারীদের খেলা দিয়ে।

টানা দুই গেমসেই বাংলাদেশ নারী দল ভালো করেছে। দেশের জন্য বয়ে এনেছে দুটি রৌপ্য পদক। দু’বারই ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যান সালমা খাতুনরা।

গত আট বছর পরিস্থিতি বদলে গেছে অনেকটাই। পাকিস্তানের চেয়েও এখন ভালো ক্রিকেট খেলেন বাংলাদেশের মেয়েরা।

টি-২০ এবং ওয়ানডে দুই সংস্করণেই উন্নতি করেছেন নিগার সুলতানারা। ২০ ওভারের ক্রিকেটে সেটা একটু বেশিই ভালো করছে। সেদিক থেকে ২০২২ সালের হ্যাংঝো এশিয়ান গেমস থেকে নারী ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।