এক বছরের জন্য নিষিদ্ধ আন্দ্রে রাসেল

এক বছরের জন্য নিষিদ্ধ আন্দ্রে রাসেল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

ডোপিং-আইন লঙ্ঘনের অপরাধে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। কিংস্টনে মঙ্গলবার জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশনের স্বতন্ত্র একটি তদন্ত প্যানেল রাসেলকে এই নিষেধাজ্ঞা দিয়েছে।

২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই তিনবার ডোপ পরীক্ষা দিতে ডাকা হয়েছিল রাসেলকে। কিন্তু তিনবারের একবারও উপস্থিত হননি ক্যারিবীয় অলরাউন্ডার।

সাধারণত ১২ মাসের মধ্যে তিনবার ডোপ পরীক্ষায় অনুপস্থিত থাকলে ধরে নেওয়া হয় ওই অ্যাথলেট ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাই নিষেধাজ্ঞার আশঙ্কা ছিল রাসেলের। প্রথমে এই মামলার রায় দেওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে রায়ের দিন পিছিয়ে ৩১ জানুয়ারি নেওয়া হয়। মঙ্গলবার কিংস্টনে সেই চূড়ান্ত রায় জানিয়ে দেয় জ্যাডকোর স্বতন্ত্র একটি তদন্ত প্যানেল। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু ৩১ জানুয়ারি থেকেই।