ইনজুরিতে তোরেস

ইনজুরিতে তোরেস

শেয়ার করুন

torres_630স্পোর্টস ডেস্ক :

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও দেপার্তিভোর ম্যাচ চলাকালে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন রোজি ব্ল্যাঙ্কোসদের ফরাসী স্ট্রাইকার ফার্নান্দো তোরেস।

ম্যাচ চলাকালীন সময় বল দখলের লড়াইয়ে দেপার্তিভোর এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন তোরেস। এ সময় তার মাথা সরাসরি মাটিতে আছরে পরে। অনাকাঙ্খিত এ ঘটনার পরপরই তোরেসকে স্ট্রেচার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৩২ বছর বয়সী এ স্ট্রাইকারের মাথায় প্রচন্ড এ আঘাতের কারণে টানা একদিন তাকে নিবিড় পর্যাবেক্ষণের রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ্য। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে এ ঘটনার পরপর দু’দলের খেলোয়াড়দের সাথে পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে পড়ে। দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে বদলী হিসেবে নামা তোরেসের, এটি ছিল ক্লাবের হয়ে ১০০ তম ম্যাচ।