ইতিহাস রচনায় ৩ উইকেট দুরে বাংলাদেশ

ইতিহাস রচনায় ৩ উইকেট দুরে বাংলাদেশ

শেয়ার করুন

267609.3নিজস্ব প্রতিবেদক :

ঢাকা টেস্টে ভাল ভাবেই ফিরে এসেছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে হলে আর ৩ উইকেট প্রয়োজন টাইগারদের। চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করছে অজিরা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৯ রান।

আগের দিনের ২ উইকেটে ১০৯ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দুজনই সাচ্ছন্দে ব্যাট চালিয়ে ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরি। তৃতীয় উইকেটে ১৩০ রান যোগ করেন।

ওয়ার্নার বিদায় নেন ১১২ রানে। এরপর স্মিথও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। অজি অধিনায়ক আউট হন ৩৭ রানে। এরপর হ্যান্ডসকম্ব ও ম্যাথু ওয়েড দ্রুত আউট হলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে ২৬০ রান। আর দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২২১ রানে। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২১৭ রান।