ইতিহাসের সবচেয়ে দামি যুদ্ধের জন্য প্রস্তুত মেওয়েদার-ম্যাকগ্রেগর

ইতিহাসের সবচেয়ে দামি যুদ্ধের জন্য প্রস্তুত মেওয়েদার-ম্যাকগ্রেগর

শেয়ার করুন

floyd-conorস্পোর্টস ডেস্ক :

বক্সিংয়ের ইতিহাসে সবচেয়ে দামি যুদ্ধের জন্য প্রস্তুত মেওয়েদার ও কনর ম্যাকগ্রেগর। ২৭ অগাস্ট লাস ভেগাসে হবে এই শ্রেষ্ঠত্বের লড়াই

দীর্ঘ এক বছর জল্পনার পর শেষ পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা করেছেন সরকার। শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বক্সিং রিংয়ের কিংবদন্তি ৪০ বছর বয়সী মেওয়েদারের মুখোমুখি  হবেন মিক্সড মার্শাল আর্টসের রাজা ২৮ বছর বয়সী ম্যাকগ্রেগর।

এইদিকে মর্যাদার এই মুষ্টিযুদ্ধ নিয়ে ইতোমধ্যে দুই শিবিরেই চলছে কথার লড়াই। তবে কথায় যেই জিতুক না কেন পরিসংখ্যানে এগিয়ে আছেন অভিজ্ঞ মেওয়েদার। ৪৯ লড়াইয়ের একটিতেও হারেননি তিনি। অন্যদিকে ২১ লড়াইয়ে ম্যাকগ্রেগর হেরেছে তিনটিতে।

এই যুদ্ধের আরেকটি চমক রয়েছে সেটি টাকার মূল্য। কেননা এই আসরে জয়ী বক্সার পাবে ১০০ মিলিয়ন ডলার। তাই বিশ্ব যেমন মুখিয়ে আছে এই মহারণ উপভোগের জন্য তেমনি দুই বক্সার প্রস্তুতি নিচ্ছেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে প্রমাণের।