ইউরোপা লিগের নকআউট নিশ্চিত করেছে চেলসি-আর্সেনাল

ইউরোপা লিগের নকআউট নিশ্চিত করেছে চেলসি-আর্সেনাল

শেয়ার করুন

_104237596_gettyimages-1059200124স্পোর্টস ডেস্ক :

বোরিসোভকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের নকআউট নিশ্চিত করেছে চেলসি। আর স্পোর্টিংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেও শেষ ৩২ এ উঠেছে আর্সেনাল।

বেত বোরিসোভের সঙ্গে প্রথমার্ধে অগোছালো ফুটবল খেলেছে চেলসি। তেমন কোন সুযোগই  তৈরি করতে পারেনি তারা। তবে বিরতি থেকে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি।  ৬  মাসের গোল খরা কাটিয়ে  চেলসিকে এগিয়ে দেন অলিভার জিরুড। ৫৩ মিনিটে এমারসন পালমিয়েরির ক্রসে হেড করে বল জালে জড়ান জিরুদ।  এনিয়ে এই মৌসুমে ১৭ ম্যাচ অপরাজিত থাকল চেলসি। । এ গ্রুপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে  ব্লুজরা ।

আরেক ম্যাচে  স্পোর্টিংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেও নকআউট পর্বে উঠেছে আর্সেনাল। ২৯ মিনিটে ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক গোড়ালিতে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়লে। তার   অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে গানারদের। ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণ ভাগের খেলোয়াড়দের কোন কৌশলই ভাংতে পারেনি স্পোর্টিংয়ের রক্ষণদূর্গ। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।  তাও ই গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে উনাই এমেরির দল।