‘ক্যাপ্টেনস নকে’ ইংলিশদের টার্গেট ২৩৮

‘ক্যাপ্টেনস নকে’ ইংলিশদের টার্গেট ২৩৮

শেয়ার করুন

bdনিজস্ব প্রতিবেদক:

সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে ইংল্যান্ডকে ২৩৯ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াল। অধিনায়ক মাশরাফির ঝড়ো ৩৭ বলে ৪৪ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ করতে সক্ষম হয় টাইগাররা।

প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস, এ ম্যাচেও নিজরে রানের খাতা খুলেছেন বাউন্ডারি দিয়ে। তবে তার ইনিংসটা থামে ব্যাক্তিগত ১১ রানে। শুরুটা ধীরগতিতে করা তামিমও প্রথম ম্যাচের মতো ব্যর্থ। তিনি প্যাভিলিয়নে ফেরেন ১৪ রান করে।

২টি উইকেটই নিয়েছেন ক্রিস ওকস। এরপর সাব্বিরের আউটে ৩৯ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ চাপে পড়ে। এই অবস্থা থেকে স্বাগতিকরা মুশফিক ও রিয়াদের ব্যাটে চাপ কাটিয়ে উঠছিল। কিন্তু হাফ-সেঞ্চুরির ঐ জুটি ভাঙে মুশফিকের ২১ রানের আউটে।

এরপর সাকিব-মোসাদ্দেক ফিরলেও মাশরাফির ৪৪ ও নাসিরের অপরাজিত ২৭ রানে ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ।