আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল

আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

লা লিগায় বুধবার রাতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় বার্সেলোনার মুখোমুখি হবে সেভিয়া । অন্য দিকে রাত দেড়টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লেগানেস।

বার্সা ও রিয়াল মাদ্রিদের মধ্যে জমে উঠেছে লড়াই। তবে  পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ  এগিয়ে থাকলেও খুব একটা ব্যবধান নেই। এ পর্যন্ত ২৮ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ছাড়ছে বার্সেলোনা। তাই এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না মেসি-নেইমাররা।

তবে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা সেভিয়া হলেও তাদেরকে হালকা করে দেখছে না বার্সা।

অন্য দিকে নিজেদের জায়গা আরো পোক্ত করতে প্রস্তুতিতে কোন কমতি রাখছে না রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ জিনেদিন জিদান।