আফগানদের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ

আফগানদের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ

শেয়ার করুন

মাহমুদুল্লাহ রিয়াদনিজস্ব প্রতিবেদক :

আফগানিস্তানের বোলিং লাইনআপ শক্তিশালী হলেও বাংলাদেশ সামর্থ অনুযায়ী খেলেই সিরিজ জিততে চায় বলে জানান টে-টোয়েন্টির সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে, কোচ কোর্টনি ওয়ালশ ভাবছেন ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ জিতে র‌্যাংকিংয়ে উন্নতির কথা।

ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে এগিয়ে থাকলেও আফগানদের বিপক্ষে টি-২০তে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। সে কারণে এবার টাইগারদের চাওয়া আফগানিস্তানকে হারিয়ে রেটিং পয়েন্ট বৃদ্ধি করা। আর সবশেষ নিদাহাস ট্রফি বাংলাদেশকে আর্ত্মবিশ্বাস জোগাচ্ছে। দেশ ছাড়ার আগে অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াদও শোনালেন আশার বাণী।

রোজার মাসে খেলা হওয়ায় খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন তিনি। সঙ্গে সৈকত দলে ফেরায় বাড়তি একজন অলরাউন্ডার পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।

এদিকে, এই সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করা কোর্টনি ওয়ালশ চান বিগত এক বছরের ধারাবাহিকতা ধরে রেখে আফগানিস্তানকে পরাজিত করতে।

বলেন, ‘আমরা এক বছর ধরে এই ফরমেটে ভাল করছি। আফগান সিরিজেও আমাদের চাই সেই ধারা বজায় রাখতে। তাদের স্পিন বিভাগ শক্তিশালী হলেও আমাদের ব্যাটসম্যানদের সামথ্য রয়েছে’।

আইপিএল শেষ করে সোমবার দেশে ফিরবেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর ২৯ মে দেরাদুনে সিরিজ খেলতে দেশ ছাড়বে দল।