অলিম্পিকের মশাল বাহক হচ্ছেন ড. ইউনূস

অলিম্পিকের মশাল বাহক হচ্ছেন ড. ইউনূস

শেয়ার করুন

এটিএন টাইমসম ডেস্ক:

রিও অলিম্পিকে মশাল বহন করবেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ নিশ্চিত করেছেন রিও অলিম্পিক মশাল বহনের সম্মান দেয়া হচ্ছে ড. মুহাম্মদ ইউনুসকে।

ইউনুস

অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার মিশনে প্রফেসর ইউনূসের অংশগ্রহণ চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিক গেমসের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে ২১ এপ্রিল ২০১৬ ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে রিও অলিম্পিক মশালের যাত্রা শুরু হয়েছে।

আর ব্রাজিলে অলিম্পিক মশালযাত্রা শুরু হয় ৩ মে রাজধানী ব্রাজিলিয়া থেকে। সারাদেশ ভ্রমণের পর অলিম্পিকের এবারের মশালযাত্রা শেষ হবে ৫ আগস্ট মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রফেসর ইউনূস ৪ আগস্ট অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। এছাড়ও ঐ দিনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণও দেবেন প্রফেসর ইউনূস।