অনন্য ওয়ার্নারের রেকর্ডময় সেঞ্চুরি

অনন্য ওয়ার্নারের রেকর্ডময় সেঞ্চুরি

শেয়ার করুন

SYDNEY, AUSTRALIA - JANUARY 03: David Warner of Australia celebrates after reaching his century during day one of the Third Test match between Australia and Pakistan at Sydney Cricket Ground on January 3, 2017 in Sydney, Australia. (Photo by Ryan Pierse - CA/Cricket Australia/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

টেস্ট ক্রিকেটে প্রথম সেশনে সেঞ্চুরি করা এলিট ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরি করেন ওয়ার্নার। লাঞ্চ বিরতির আগে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নার পঞ্চম। তবে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান হিসেবে ওর্য়ানারই প্রথম এমন সেঞ্চুরি করলেন।

১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সবশেষ প্রথম ইনিংসের প্রথম সেশনের লাঞ্চের আগে সেঞ্চুরি করেছিলেন মজিদ খান। তবে ওয়ার্নার তার ইনিংসটি দীর্ঘ করতে করেননি। ৯৫ বলে ১৭ চারের সাহায্যে ১১৩ রানের ইনিংস খেলে ওয়াহাব রিয়াজের বলে আউট হন ওয়ার্নার।