১৩ বছরেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি ১৮ আসামীকে

১৩ বছরেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি ১৮ আসামীকে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

১৩ বছরেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক ১৮ আসামীকে। তারেক রহমানসহ আসামীদের কয়েকজন বিদেশে প্রকাশ্যে থাকলেও পুলিশের খাতায় তারা পলাতক। আবার, বিভিন্ন দেশে গ্রেপ্তার কয়েকজনকেও নানা জটিলতায় ফিরিয়ে আনা যাচ্ছে না।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের হত্যা করতে চালানো হয়েছিলো ২১ আগস্টের বর্বরোচিত হামলা। হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলার পৃথক চার্জশিটে মোট ৫২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যার মধ্যে ভিন্ন দুটি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শীর্ষ জঙ্গি নেতা মুফতি হান্নান ও জেএমবির সদস্য শহিদ শহিদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের নাম বাদ পড়ে।  এখন আসামির সংখ্যা ৪৯। এর মধ্যে কারাগারে ২৩ জন। জামিনে বাকী ৮ জন জামিনে মুক্ত। আর ১৮জনকে আজও গ্রেপ্তার দেখাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

পলাতকদের তালিকায় আছেন হামলাকারীদের প্রশাসনিক সহায়তার অভিযোগে থাকা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। আদালতে পলাতক দেখানো হলেও যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। তার নামে একবার পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা বলা হলেও, এখন তার নামে কোন নোটিশ নেই সংস্থাটির।

বাকি ১৭ আসামীর মধ্যে মাত্র চার জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পেরেছে বাংলাদেশ পুলিশ। এরা হচ্ছেন সাবেক বিএনপি-জামাত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই জঙ্গি নেতা মওলানা তাজউদ্দিন। আদালতকে পুলিশ জানিয়েছে তিনি রয়েছেন দক্ষিণ আফ্রিকায়।