ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা সংখ্যালঘু নয়, চাই আদিবাসী হিসেবে স্বীকৃতি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা সংখ্যালঘু নয়, চাই আদিবাসী হিসেবে স্বীকৃতি

শেয়ার করুন

adhibashiনিজস্ব প্রতিবেদক :

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা সংখ্যালঘু নয়, সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি চান দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। একই সাথে চায় আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণার বাস্তবায়ন। আর দেশের বিশিষ্ট নাগরিকরা মনে করেন, এ বিষয়ে সরকারকেই নিতে হবে উদ্যোগ। কারণ, তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন সম্ভব নয়। বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা উঠে আসে।

১৯৯৫ থেকে আজ এখনো নিয়মিত আদীবাসী দিবস পালন করে আসছে জাতীয় আদীবাসী ফোরাম। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সকালে থেকেই অংশ নিতে থাকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিভিন্ন সংগঠন। সমাবেশের শুরুটা জাতীয় সঙ্গীত দিয়ে।

আর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল।

এরপর সাম্প্রতিক সময়ে সারা দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর নানা নির্যাতনের উদাহরণ তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, সরকারের সঠিক মনযোগ নেই তাদের উপর।

অনুষ্ঠানে যোগ দিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর মুখেও পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি কার্যকর না হবার হতাশা।

এরপর নান্দনিক আর বৈচিত্রময় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন সবাই। যেখানে দেশের টিকে থাকা প্রায় সব নৃ-গোষ্টীর সমাজ ব্যবস্থা আর সংস্কৃতিকে তুলে ধরা হয়।

এরপর সমাবেশস্থল থেকে একটি র‌্যালী দোয়েল চত্বর-টিএসসি ঘুরে আবার শহীদ মিনারের এসে শেষ হয়।