২৭ শর্তে ২ ঘণ্টার আলোচনা সভার অনুমতি, বিএনপির না

২৭ শর্তে ২ ঘণ্টার আলোচনা সভার অনুমতি, বিএনপির না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটে আজ মঙ্গলবার দুপুর ২ টা থেকে চারটার মধ্যে বিএনপিকে আলোচনা সভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। বিকেল ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে জানিয়ে দিয়েছে তারা। এছাড়া মোট ২৭ টি শর্ত দিয়েছে ডিএমপি।

এর আগে দুপুরে আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আবারও সমাবেশের অনুমতি চায় বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এজন্য আবারও আবেদন করা হবে।

৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ঘটানোকে তিনি ‘যুদ্ধ পরিস্থিতি’র সঙ্গে তুলনা করেন। সরকার প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে নির্মূল করতে চাইছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

এর পর পুলিশের পক্ষ থেকে ১৩ তারিখে অনুমতি না দিয়ে আজকেই দুপুর ২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দেয়া হয়। তমে শর্ত দেয়া হয় বিকেলে চারটার মধ্যে সমাবেশ শেষ করার।