সব শঙ্কা দূরে ঠেলে নারায়ণগঞ্জে ভোট উৎসব

সব শঙ্কা দূরে ঠেলে নারায়ণগঞ্জে ভোট উৎসব

শেয়ার করুন

screenshot_20161222084105নিজস্ব প্রতিবেদক :

সব শঙ্কা দূরে ঠেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা বলছেন বিগত কয়েক নির্বাচনে নারায়ণগঞ্জে এত উৎসবমুখর ভোট তারা দেখেননি। এদিকে, প্রধান দুই দলের মেয়র প্রার্থী আইভি এবং সাখাওয়াত ভোট দিয়ে বলেছেন, এভাবে ভোট-গ্রহণ শেষ হলে ফলাফল যাই হোক মেনে নেবেন তাঁরা।
15672686_388398308166575_1937729605839196626_nসন্ত্রাস, গুম, খুন আর অপহরণের শহর নারায়ণগঞ্জে নির্বাচন সুষ্ঠু হবে কি-না সে শঙ্কা উড়িয়ে দিয়ে ২২ ডিসেম্বর যেন গড়ল অনন্য নজির। সকাল থেকে প্রতিটা কেন্দ্রে সেই স্বস্তি। বেলা যতই বাড়ছে, ভোট নিয়ে শঙ্কা ততই যেন কমছে। কেন্দ্রগুলোর পরিবেশে আনন্দিত ভোটাররাও।

15590306_376815679339059_8359184270478216215_n৭১ হাজার নতুন ভোটার, পৌনে পাঁচ লাখ ভোট। শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জের বিস্তৃত এলাকা। সবখানেই সব ঠিকঠাক, অনেকটা আহ্লাদিত নির্বাচন কমিশন, প্রশাসনও।

সকালে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এই স্বস্তির প্রকাশ করেছেন ধানের শীষের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ হলে ফলাফল যাই হোক তিনি মেনে নিবেন। তিনি আশা কোনও রকম অঘটন ছাড়াই ভোট-গ্রহণ শেষ হবে। ভোটারদের সবাইকে কেন্দ্রে যাওয়ার অনুরোধও করেছেন তিনি।

তিনি বলেন,  ‘আমি আশা করছি সরকার এমন কিছু করবে না, যাতে আমাকে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়’।

ধানের শীষ আর নৌকা একটি জায়গায় এক হয়ে গেছে। কারণ সেলিনা হায়াৎ আইভিও বলছেন, ফলাফল যাই হোক মেনে নেবেন তিনি।