‘মুক্তিযুদ্ধবিরোধীদের যারা আশ্রয় দিয়েছিল তাদেরও বিচার হবে’

‘মুক্তিযুদ্ধবিরোধীদের যারা আশ্রয় দিয়েছিল তাদেরও বিচার হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিদের যারা আশ্রয় দিয়েছিল, তাদেরও বিচার হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের বিরুদ্ধে পাকিস্তান ও তুরস্কের নিন্দার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

একই সঙ্গে বিএনপিকে ‘খুনি দল’ উল্লেখ করে নৌ-মন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তানিরা তাদের পরাজয়ের লজ্জা ভুলতে পারেনি বলে এখনও তারা বাঙালি জাতিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত।