মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে সিদ্ধান্ত হবে ২৩৯ জন প্রার্থীর ব্যাপারে।

এর আগে শুক্রবার দ্বিতীয় দিনের শুনানিতে ৭৯ জন মনোনয়ন ফিরে পেয়েছেন। এছাড়া আরো ৪ প্রার্থীর ব্যাপারে অন্যদের আপত্তি অগ্রাহ্য হয়েছে। এদের মধ্যে রয়েছেন গণফোরামের আলোচিত প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আফরোজা আব্বাসসহ ৭ জনের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আর আপিল অগ্রাহ্য হয়েছে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ ৬০ জনের।

এর আগে প্রথম দিনের শুনানিতে প্রার্থীতা ফিরে পান ৮০ জন। এদের বেশিরভাগই বিএনপির প্রার্থী। এছাড়া প্রথম দিন ৭৬ জনের আপিল খারিজ হয়ে যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইরের পর, ৭৮৬ জনকে বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং অফিসাররা। মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন ৫৪৩ জন প্রার্থী। বেশিরভাগই প্রার্থীতা ফিরে পেতে এ আপিল করেন।