বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার।  ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে বিএনপি গঠন করেন।

বিএনপি গঠনের মাত্র তিন বছরের মাথায় চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। তিনবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আবারও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া।

বর্তমানে টানা ১০ বছর রাষ্ট্রক্ষমতা ও ৩ বছর সংসদের বাইরে থাকা বিএনপি এখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, দলের ভেতরেও হতাশা আর নানা দ্বন্দ্ব, সরকারের দেয়া মামলা সামলাতে হিমশিম খাচ্ছে নেতাকর্মীরা। এ অবস্থার মধ্যে দিয়ে বৃহস্পতিবার পালন করছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী।