বর্তমান সরকারের দুর্নীতি তাদের নেতাকর্মীদের বক্তব্যেই স্পষ্ট

বর্তমান সরকারের দুর্নীতি তাদের নেতাকর্মীদের বক্তব্যেই স্পষ্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকার যে দুর্নীতিগ্রস্ত, সেটি তাদের নেতাকর্মীদের বক্তব্যেই স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহানগর শাখার নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে- সংসদে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেয়া, অগনতান্ত্রিক আচরন। এ বিষয়ে বিএনপি’র অবস্থান পরিস্কার বলে জানান তিনি। সময়মতো সহায়ক সরকারের রূপরেখাও প্রকাশ করা হবে বলে জানান মির্জা ফখরুল।