ফলাফল মেনে নিব : আইভী

ফলাফল মেনে নিব : আইভী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনে ফলাফল যাই হোক তিনি মেনে নিবেন। নিজের ভোট প্রদান শেষে এ কথা বলেন আইভী।

সকাল সারে নয়টায় ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন আইভী। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হওয়ায় সন্তোশ প্রকাশ করেন।

তিনি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে ভোট গ্রহনের পরদিন শুক্রবার পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ করেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো বলে জানান তিনি।

তিনি বলেন,  ‘নির্বাচন মানেই ফাইট। আমি ফাইট করেই জিতব।’

বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেলে ৪ টা পর্যন্ত।

মোট ২৭টি ওয়ার্ডে ১৫৬ জন কাউন্সিলর এবং ৯ টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন কাউন্সিলর পদে লড়ছে। মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।

৭টি বাহিনীর মোট প্রায় সাড়ে নয় হাজার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকছে। ৭০ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। দুই বিদেশিসহ ৩২০জন নির্বাচনী  পর্যবেক্ষক।