নির্বাচনে সেনা মোতায়েনসহ আট সুপারিশ জাতীয় পার্টির

নির্বাচনে সেনা মোতায়েনসহ আট সুপারিশ জাতীয় পার্টির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আগামি সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনসহ নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসিকে আটটি সুপারিশ করেছে জাতীয় পার্টি।

সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে যোগ দিয়েছিলো জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। মোট ২৫ সদস্যের জাপা প্রতিনিধি দলের সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় সংলাপ করে ইসি।

সেনা মোতায়েন ছারা জাতীয় পার্টির আট প্রস্তাবনার মধ্যে রয়েছে-নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে সংসদের প্রতিনিধিত্বকারী দলের আনুপাতিক প্রতিনিধি নিয়ে গঠন করতে হবে অন্তর্বতীকালীন সরকার, প্রশাসনের কোন বিকর্কিত কর্মকর্তাকে দায়িত্বে রাখা যাবে না, নির্বাচনী ব্যয় ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে।