জেলা পরিষদ নির্বাচন প্রস্ততিতে নির্বিষ বিএনপি

জেলা পরিষদ নির্বাচন প্রস্ততিতে নির্বিষ বিএনপি

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক:

জেলা পরিষদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের প্রস্তুতি শুরু হলেও বিপরীত অবস্থা বিএনপিতে। নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত এখনো জানেন না দলটির নেতারা।

সিদ্ধান্ত আসবে দলীয় সর্বোচ্চ ফোরাম থেকে। আর এতে অংশ যদি নিতেও হয়, নির্বাচনটি খারাপ হবে বলে আগাম আশঙ্কা তাদের। নির্বাচনের প্রসঙ্গ এলেই এসে পড়ে বিএনপির অংশ নেওয়া না নেওয়ার প্রশ্ন।

বরাবরই দলটির তৃণমূল থাকে উৎসাহী, কিন্তু অপেক্ষা থাকে সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্তের। এবারও এর ব্যতিক্রম নয়। ৮ ডিসেম্বর, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হতে থাকলেও, সেদিকে নজর নেই বিএনপির।

নেতারা বলছেন, বিগত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতায় তাদের আশঙ্কা আগামী নির্বাচনগুলো নিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাতীয় সংসদ নির্বাচন, এর প্রস্তুতি সবসময়ই বিএনপির নেওয়া আছে বলে দাবি এ নেতার।