খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দাবি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন,  বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারেই জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বকশীবাজারের বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্কের শুনানি শেষে এসব কথা বলেন তিনি।

যুক্তিতর্কের এই শুনানি চলে দুই ঘণ্টারও বেশী সময় ধরে। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করা হয়েছে।

বেলা ১১টায় জিয়া অরফানেজ মামলার যুক্তিতর্ক শুনানি ও চ্যারিটেবল মামলার আত্মপক্ষ সমর্থনে যান বিএনপি চেয়ারপারসন। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা প্রায় ২ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।