খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে তার পক্ষে যুক্তি তর্কূ উপস্থাপন করছেন আইনজীবী রেজ্জাক খান।

এর আগে মঙ্গলবার জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় শেষ হয়েছে রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক। এসময় দুদকের পক্ষে শুনানিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করা হয়।

এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে সৌদি আরবের একটি ব্যাংক থেকে আসে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা। এই অর্থ আত্মসাৎ করার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক।

যুক্তি তর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন-তারা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছেন। যার মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হবে।