‘ক্ষমতাসীনদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে’

‘ক্ষমতাসীনদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

লুটপাট করে ক্ষমতাশীনদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে মনে করছে বিএনপি।

সোমবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আসছে জানুয়ারি থেকে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে মানুষ হতবাক। গ্যাসের দাম বাড়ার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। তার চরম প্রভাব পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের ওপর।

অন্যদিকে, তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান অনুয়ায়ী রাষ্ট্রপতি ক্ষমতা সীমিত, তাই নির্বাচন কমিশন গঠনে সরকারকে আন্তরিকভাবে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে।