‘আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়’

‘আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, এমন মন্তব্য বিএনপির সিনিয়র নেতাদের।  এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন তারা।

দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা  সরকারের নির্দেশমতো কাজ করছে।

দেশে একদলীয় শাসন চলছে মন্তব্য করে তারা বলেন, শুধু ২০ দলীয় জোট নয়, অন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধয করতে না পারলে আন্দোলনে সাফল্য আসবে না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।