অংশগ্রহণমূলক, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ

অংশগ্রহণমূলক, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ

শেয়ার করুন

96866-004-89472D98নিজস্ব প্রতিবেদক :

সব দলের অংশগ্রহণমূলক, সুষ্ঠ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন বাংলাদেশে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সফররত ইইউ প্রতিনিধি দল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানায়।

বৃহস্পতিবার সকালে ইইউ এর দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক গুনার ভিগান্ডের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। এতে ১৬ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক।

বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর বৈশ্বিক চাপ সৃষ্টি ও রোহিঙ্গা শিবিরের জন্য অর্থায়ন নিয়েও আলোচনা হয়। সেই সাথে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হয়েছে বলেও যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়।