প্রধান বিচারপতির ছুটি নিয়ে দিনভর উতপ্ত সুপ্রিমকোর্ট

প্রধান বিচারপতির ছুটি নিয়ে দিনভর উতপ্ত সুপ্রিমকোর্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নিয়ে দিনভর উত্তপ্ত ছিল সুপ্রিমকোর্ট। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা। সরকারের  পক্ষ থেকে দাবী, অহেতুক পানি ঘোলা করছে বিএনপি। আর বিএনপিপন্থীদের বক্তব্য, এই ছুটি রহস্যজনক।

মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনে খন্ড খন্ড মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। তাদের দাবী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিখোঁজ।

এদিকে, প্রধান বিচারপতির এক মাসের ছুটি নেবার ঘটনায় জরুরী সভা করেছে আইনজীবী সমিতি। সভায় তেমন কোনো সিদ্ধান্ত না হলেও, সবাই একমত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে হবে। জানতে হবে, তিনি আদৌ অসুস্থ কি-না?

প্রধান বিচারপতির অসুস্থতাজনিত ছুটি মেনে নিতে না পারলেও বিএনপিপন্থী আইনজীবীরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল সাড়ে দশটা থেকে আপিল বিভাগে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব। এরপর দুপুরে বসে ফুল কোর্ট সভা, ফলে দুপুরের পর হাইকোর্টেও কোনো বিচার কাজ চলেনি।

এদিকে, প্রধান বিচারপতির ছুটিকে স্বাভাবিক বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। তবে, অসুস্থ প্রধান বিচারপতির খোজ নিতে টেলিফোনও করেননি তিনি।

আইনমন্ত্রীও বলছেন, ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে প্রধান বিচারপতির ছুটির কোনো সম্পর্ক নেই। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদেরেএ কথা বলেন। এদিকে, সিনিয়র আইনজীবীরাও বলছেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে বাড়াবাড়ি করছে বিএনপি-জামায়াতপন্থীরা।