২৮ ওষুধ কোম্পানির উৎপাদন ও বিক্রি তিনদিনের মধ্যে বন্ধের নির্দেশ

২৮ ওষুধ কোম্পানির উৎপাদন ও বিক্রি তিনদিনের মধ্যে বন্ধের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২৮ টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিক্রি তিনদিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও আতাউর রহমান খানের বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদালতের নির্দেশ বাস্তবায়ন হয়েছে কিনা তা জানিয়ে স্বাস্থ্য ও শিল্প সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গুড ম্যানুফেকচারিং প্রাকটিস বা জিএমপি নীতিমালা না মানায় এসব কোম্পানীর ঔষুধ উৱপাদন ও বিক্রি বন্ধ ঘোষণা করেন আদালত।