২৫ মার্চ গণহত্যা দিবস, সংসদে প্রস্তাব পাস

২৫ মার্চ গণহত্যা দিবস, সংসদে প্রস্তাব পাস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর করা গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করতে জাতীয় সংসদে প্রস্বাব পাস হয়েছে। শনিবার প্রায় সাত ঘণ্টা আলোচনার পর এই প্রস্তাব পাশ হয়। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও অংশ নেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্যক্রম শুরু হলে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের বর্বরতম নিষ্ঠুরতা চালায়। তাদের ওই গণহত্যা বিশ্ববিবেককে নাড়া দেয়। সেই বর্বরতার গণহত্যার ভিডিও ও স্থিরচিত্র প্রধানমন্ত্রী দেখানোর পর আলোচনা শুরু হয়। এতে অন্যদের মধ্যে  অংশ নেন- তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মহিউদ্দীন খান আলমগীর, অধ্যাপক আলী আশরাফ, আবদুর রহমান, ফজিলাতুন্নেছা বাপ্পী।

প্রায় সাত ঘণ্টা আলোচনার পর সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ ৫৬ জন সংসদ সদস্য এই আলোচনায় অংশ নেন।