১৪ জুনের মধ্যে সব কারখানায় বোনাস দেয়া হবে

১৪ জুনের মধ্যে সব কারখানায় বোনাস দেয়া হবে

শেয়ার করুন

1507353819নিজস্ব প্রতিবেদক :

ঈদুল ফিতর উপলক্ষে ১৪ জুনের মধ্যে সব কারখানায় বোনাস দেয়া হবে। ১০ জুনের মধ্যে মে মাসের বেতনও পরিশোধ করা হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে বৈঠকে এ নিশ্চয়তা দিয়েছেন তৈরিপোশাক খাতের ব্যবসায়ীরা।

এফবিসিসিআই, বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা আজ সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন। পোশাকশ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করার পাশাপাশি ঈদের আগে যেন কাউকে ছাঁটাই না করা হয়, সেই নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।  বলেন, শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়, এমন কিছু করা যাবেনা।

বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোর পরিবেশ এখন অনেক ভালো জানিয়ে তিনি বলেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নেই। তৈরি পোশাক খাতে এ বছর ৯ দশমিক তিন সাত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান তিনি। এ ধারাবাহিকতায় ৩০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।