১১ বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার

১১ বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১১ বছরেও শেষ হয়নি দেশজুড়ে সিরিজ বোমা হামলা মামলার বিচারকাজ। এ ঘটনায় করা ১৬১টি মামলার মধ্যে অর্ধশতাধিক মামলার বিচার এখনও শেষ হয়নি। ঢাকার আটটি মামলায় সাক্ষী হাজির করতে না পারায় বিচার নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের ৮০০ মামলাও।

ফাইল ছবি২০০৫ সালের সতেরো আগস্ট। উগ্রপন্থী কথিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে সারাদেশের ৬৩ জেলায় একযোগে প্রায় ৫০০ বোমা ফাটিয়ে প্রচারপত্র ছড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। হামলায় নিহত হন দুজন। আহত হন একশোরও বেশী মানুষ।

এরপর গাজীপুর, চট্টগ্রাম, ঝালকাঠি, চাঁদপুর, নেত্রকোনা ও সিলেটে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। এসব হামলায় বিচারক, আইনজীবী, পুলিশসহ নিহত হন ৩৩ জন।

১৭ই আগস্টের ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৬১ মামলা হয়। এর মধ্যে ১০৮টি মামলার বিচার শেষ হয়েছে। এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১৮ জনের যাবজ্জীবন ও ১১৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর এখনো বিচারাধীন রয়েছে ৫৩ মামলা।