১০ বেসরকারি মেডিক্যাল কলেজকে কোটি টাকা জরিমানা

১০ বেসরকারি মেডিক্যাল কলেজকে কোটি টাকা জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ভর্তি পরীক্ষার শর্তপূরণে ব্যর্থ হওয়ায় ১০টি বেসরকারি মেডিক্যাল কলেজকে ১ কোটি টাকা করে জরিমানা করেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টরোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এক আদেশে বলেছে, আগামী ১০ দিনের মধ্যে এই জরিমানার টাকা না দিলে ১০টি মেডিক্যাল কলেজের নিবন্ধন বাতিল করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারের বেধেঁ দেয়া নিয়ম অনুযায়ী ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা গ্রহণ এবং লিখিত পরীক্ষার নূন্যতম ৪০ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের মেডিক্যাল কলেজে ভর্তি করা যাবে।

কিন্তু ১০টি মেডিক্যাল কলেজ এই নিয়ম না মানলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষএই পরীক্ষার্থীদের ভর্তি বাতিলের নির্দেশ দেয়।